১ম টেস্টের আগে দুঃসংবাদ টাইগার শিবিরে। করোনা পজিটিভ হয়েছেন সাকিব আল হাসান। নিশ্চিতভাবেই খেলতে পারছেন না ১ম টেস্টে।
৮ তারিখ ঈদের ছুটির পর পরই চট্টগ্রামে উড়াল দেয় বাংলাদেশ জাতীয় দল। তবে, দলের সাথে যাননি সাকিব আল হাসান। পরেরদিন টাইগার শিবির অনুশীলন করে সকালে, আজ দুপুরের অনুশীলনেও ছিলেন অনুপস্হিত।
বিকালে খবর মেলে করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন সাকিব আল হাসান। আছেন আইসোলেশনে। তাই খেলতে পারছেন না ১ম টেস্ট। এর আগে সাউথ আফ্রিকায় গিয়ে ওয়ানডে সিরিজ খেললেও পারিবারিক কারণে টেস্টের আগে দেশে ফেরেন সাকিব।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন হওয়ার কথা ছিল সাকিবের। কিন্তু এবার এল করোনার বাধা। করোনানীতি অনুযায়ী সাকিবকে পাঁচ দিন আইসোলেশনে থাকতে হবে।
যে কারণে ১৫ মে থেকে শুরু হওয়া চট্টগ্রাম টেস্ট আর খেলা হচ্ছে না তাঁর। এরপর ২৩ মের মিরপুর টেস্টে সাকিব খেলবেন কি না, সেটি নির্ভর করবে করোনা পরীক্ষার ওপর।