বেনাপোলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বেনাপোল পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সুমন মাহমুদ (৩৫) মারা গেছেন।
বুধবার সকালে রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। নিহত ছাত্রলীগ নেতা সুমন নারায়নপুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে।
গত ৬ মে বেনাপোল পৌরসভার কলেজ রোড এলাকায় সমাজকল্যান ক্লাবের সামনে দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষের গুরুতর আহত হন সুমন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা হাসপাতাল,পরে যশোর ২৫০শষ্যা হাসপাতালে ভর্তি করেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য ঐ দিনই ঢাকা রেফার্ড করেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়েছে।
তার অকাল মৃত্যুতে পরিবার, রাজনীতি অঙ্গন সহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।