শার্শা সীমান্তের ইছামতি নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) বিকালে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ইছামতি নদীর বাংলাদেশ অংশে একটি লাশ ভাসতে দেখে তারা প্রথমে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবর রহমানকে জানান। পরে তিনি পুলিশে ও বিজিবিকে খবর দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
শার্শা থানার উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বলেন, স্থানীয় গোগা ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে আমরা জানতে পারি ইছামতি নদীর বাংলাদেশ অংশে একটি লাশ ভাসছে। এরপর পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার কাজ শুরু করে।
গোগা বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার সালে আহম্মেদ জানান, ৪৪ নাম্বার পিলার এর মাঝ বরাবর লাশ টি নদীর মাঝ খানে ভাসতে দেখা যাই পরে বিজিবি ও পুলিশ লাশটি উদ্ধার করে।
Please follow and like us: