বেনাপোলে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুস সালাম নামে এক কিশোরকে কুপিয়ে গুরুতর আহত করেছে এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত নয়টার দিকে বেনাপোলের আমড়াখালী রেল লাইন এলাকায়। এ ঘটনায় আহত সালাম (১৮) আমড়াখালী এলাকার আবু তাহেরের ছেলে। এবং নাভারণ ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে রাতে স্থানীয় প্রভাবশালী আলম, সিরাজ, জামাল, কালাম, ইসমাইল, ফারুক , এবং দেশিও অস্ত্র সহযোগী বুলবুলি এর নেতৃত্বে কিশোর গ্যাং সদস্য, রাকিব, সজল, মিলন, শুভ,সুমন সহ ১০-১২ জন আব্দুস সালাম এর বাড়িতে হামলা চালায়। এই সময় সালামকে কুপিয়ে ও মারধর করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, আহত কিশোর এর পরিবার থানায় অভিযোগ দিয়েছে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।