বেনাপোলের সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ৫ টি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ শাহাজামাল কালু (৫৫) ও সোহেলকে (৩৫) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৩ মে) ভোরে কালু ও সোহেলকে নিজ বাড়ি থেকে অস্ত্রসহ আটক করা হয়।
আটক সোহেল রানা বেনাপোল সাদিপুর গ্রামের মোঃ শাহ জামাল কালুর ছেলে ও তার পিতা শাহাজামাল কালু ওই গ্রামের মৃত মানিক মোড়লের ছেলে।
বেনাপোলে কিশোর গ্যাংয়ের হামলার গুরুতর জখম কলেজছাত্র
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট লেঃ কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, গোপন সংবাদে জানতে পারি কালু ও তার ছেলে সোহেল ভারত থেকে বিপুল পরিমাণ অস্ত্র চালান এনে বাড়িতে মজুদ করেছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম আটকদের বাড়িতে অভিযান চালিয়ে পাঁচটি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ তাদেরকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
Please follow and like us: