বেনাপোলে রেশমা খাতুন হত্যায় ঘাতক স্বামী আব্দুস সালামকে ১২ ঘন্টার মধ্যে সাতক্ষীরা শ্যামনগরের সীমান্ত থেকে গ্রেফতার করেছে পিবিআই যশোর।
রবিবার রাত ২২.৩০ ঘটিকায় সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন নুরনগর গ্রামস্থ জনৈক সিরাজুল ইসলামের বসত বাড়ি হতে আসামি আব্দুস সালাম মোড়ল(৪০) গ্রেফতার করা হয়। আসামী আব্দস সালাম শার্শার পাঁচভূলট গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
বেনাপোলে কুড়াল দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক
পিবিআই এর পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, গত ২৭/০৮/২০২৩ খ্রিস্টাব্দ রাত্র অনুমান ০১.৩০ ঘটিকায় ভিকটিম রেশমা খাতুনের সহিত গ্রেফতারকৃত আসামি আব্দুস সালাম এর পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার একপর্যায়ে আসামি আব্দুস সালাম নিজ ঘরে থাকা কুড়াল দিয়ে ভিকটিমের মাথার স্বজোরে আঘাত করে হত্যা করেছে মর্মে স্বীকার করে। ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে। মামলার তদন্ত অব্যহত রয়েছে।
+ There are no comments
Add yours