বেনাপোলে ৯ লক্ষ টাকার জাল নোটসহ কিশোর আটক

বেনাপোলে ৯ লক্ষ টাকার জাল নোটসহ এক কিশোর আটক

বেনাপোলে অভিযান চালিয়ে ৯ লাখ ২০ হাজার জাল টাকার নোটসহ চক্রের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আমড়াখালী চেকপোস্টে অভিযান চালিয়ে জাল টাকার চালান আটক করা হয়।

আটক জাল টাকা চক্রের সদস্য হলেন বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের ইছাহাক আলীর ছেলে খালিদ হোসেন (১৭)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বেনাপোল থেকে জাল টাকা সরবরাহকারী চক্রের এক সদস্য বিপুল পরিমাণ জাল টাকা নিয়ে যশোরের দিকে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টে কর্মরত নায়েব সুবেদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির টহলদল একটি ইজিবাইক থেকে সন্দেহভাজন এক কিশোরকে নামিয়ে তার শরীর তল্লাশি করে প্যান্টের ভেতর থেকে ৯২০ পিস এক হাজার টাকা নোটের জাল টাকা পাওয়া যায়। এ সময় জাল নোটসহ ওই কিশোরকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জাল টাকাসহ এক কিশোরকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দিয়ে উদ্ধার জাল টাকাসহ আটক কিশোরকে শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *