বেনাপোলে রেলওয়ে লেবার শ্রমিকদের নিয়ে সংবাদ প্রকাশ করায় যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সবুর হোসেন কর্তৃক আনন্দ টিভির বেনাপোল প্রতিনিধি সাংবাদিক আইয়ুব হোসেন পক্ষীকে ফোনে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শার্শা উপজেলার সাংবাদিকরা।
বুধবার (২৫ জুন) সকাল ১০টায় বেনাপোল কাস্টমস হাউসের সামনে এ মানববন্ধনের আয়োজন করে শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ। মানববন্ধনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
এই সময় বক্তারা বলেন, সংবাদ প্রকাশ করা সাংবাদিকের পেশাগত অধিকার। সেই কারণে কোনো সাংবাদিককে গালিগালাজ বা হুমকি দেওয়া অনভিপ্রেত ও গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। অবিলম্বে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
সাংবাদিক নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি এই ঘটনার সুষ্ঠু বিচার না হয়, তাহলে পরবর্তীতে আরও বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে।
এই সময় উপস্থিত ছিলেন দৈনিক সমকালের বেনাপোল প্রতিনিধি সাজেদুর রহমান, সময় টিভির বেনাপোল প্রতিনিধি আজিজুর রহমান, দৈনিক লোকসমাজের বেনাপোল প্রতিনিধি মনিরুল ইসলাম সহ শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাংবাদিকগণ।