শার্শা আসনে ৩ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

1 min read

যশোর-৮৫-১ শার্শা সংসদীয় আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসার।

রোববার বিকেলে বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং অফিসার মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।

যশোর-১ আসনে বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন,আওয়ামীলীগের স্বতন্ত্র হিসেবে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, স্বতন্ত্র হিসেবে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নাজমুল হাসান ও জাতীয় পার্টির আক্তারুজ্জামান।

সব প্রার্থীর অধিকাংশের এক শতাংশ ভোটারের সমর্থনের তালিকায় গরমিল পাওয়া গেছে বলে জানান রিটার্নিং অফিসার। এসব প্রার্থীদের মধ্যে অনেকেই প্রার্থীতা ফিরে পেতে আপিল করবেন বলে জানিয়েছেন।

শার্শায় ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

এ আসনে মনোনয়নপত্র বৈধ হয়েছে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বেনাপোলের সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন, জাকের পার্টির সবুর খান।

আগামী ৬ থেকে ১৫ ডিসেম্বর আপিল দায়ের ও নিষ্পত্তি, ১৭ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর।

You May Also Like

+ There are no comments

Add yours