বেনাপোল বন্দরে দুই শ্রমিক গ্রুপের সংঘর্ষে আহত ৩

1 min read

বেনাপোল বন্দরে শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় বন্দরে পণ্য খালাস বন্ধ রয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বন্দর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আবারও সংঘর্ষের আশঙ্কায় বন্দরে পুলিশ ও আনসার সদস্যের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আহত শ্রমিকরা হলেন- বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু আহম্মেদ, শ্রমিক নেতা বেল্টু, হাসেম ও গোলাম।

বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তায় নিয়েজিত আনসার কমান্ডার সামছুল হক জানান, বেনাপোল বন্দরে স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন ও সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন গ্রুপের শ্রমিক রয়েছে। সোমবার সকালে হঠাৎ করে তাদের দুটি পক্ষ বন্দরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় শ্রমিকদের কয়েকজন আহত হয়। খবর পেয়ে আনসার সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের বের করে দিয়ে বন্দরের নিয়ন্ত্রণ নেয়। শ্রমিকরা কাজ না করায় পণ্য খালাস বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আনসার সদস্যরা সতর্ক আছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, সকালে শ্রমিকদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ বন্দর সড়কে টহলরত অবস্থায় আছে।

You May Also Like

+ There are no comments

Add yours