বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে স্যালাইন আমদানি

0 min read

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ২৭ হাজার ৭৮০ ব্যাগ ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত স্যালাইন আমদানি হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে ভারতীয় একটি ট্রাকে এ স্যালাইন বন্দরে প্রবেশ করে। এ নিয়ে দুই দিনে প্রায় ৫৩ হাজার ব্যাগ স্যালাইন আমদানি হয়েছে। 

স্যালাইন আমদানি কারক ঢাকার জাস করপোরেশন এবং রফতানি কারক ভারতের জেনটেক্স ফার্মাসিটিক্যাল। এর আগে গত সোমবার (১৮ সেপ্টেম্বর) একই প্রতিষ্ঠান ২৫ হাজার ৪৭০ ব্যাগ স্যালাইন আমদানি করেছিল।

জানা গেছে প্রাথমিক অবস্থায় ৭ লাখ ব্যাগ স্যালাইন আমদানি করা হবে। পরবর্তীতে চাহিদা বাড়লে আমদানির পরিমাণ বাড়তে পারে।

স্যালাইন আমদানি কারকের প্রতিনিধি কাজল জানান, বর্তমান সংকটের মুহূর্তে আমদানিকৃত স্যালাইন বড় ভূমিকা রাখবে ও কম মুল্যে মানুষ ক্রয় করতে পারবে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, বন্দর থেকে দ্রুত ছাড় করনের সহযোগীতা করছে বন্দর কর্তৃপক্ষ।

You May Also Like

+ There are no comments

Add yours